আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

সারাদেশ

জুলাই আন্দোলনকেন্দ্রিক উত্তরা পশ্চিম থানাধীন আমির হোসেন হত্যা মামলায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ওয়ালিদুর রহমান হিরাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক মো. মাসুদ রানা কারাগারে রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বুধবার (২৩ জুলাই) রাজধানীর ভাটারা এলাকা থেকে শেখ ওয়ালিদুর রহমান হিরাকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুনঃ সব বিষয়ে একই নম্বর পেয়ে পাস করল যমজ ভাই, বেরিয়ে এলো নতুন গোপন তথ্য
মামলা সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন জসিম উদ্দিন রোড এলাকায় আন্দোলনে অংশ নেন আমির হোসেন। এদিন বিকাল সাড়ে ৪টায় আসামিদের ছোড়া গুলিতে আমির হোসেন আহত হলে হাসপাতালে নেওয়া হয়।

পরে সন্ধ্যার দিকে মারা যান। এ ঘটনায় গত ২ নভেম্বর উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা খোরশেদ আলম। এ মামলায় হিরা ৬৭ নাম্বার এজাহারনামীয় আসামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *