২ বার পিছিয়ে পড়েও ৫৯ ধাপ এগিয়ে থাকা জর্ডানকে আটকে দিল বাংলাদেশ

খেলা

দিনকয়েক আগে ৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়াকে রুখে দিয়েছিল বাংলাদেশ। সে ধারাটা গত রাতেও ধরে রাখল কোচ পিটার বাটলারের দল। এবার ৫৯ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক জর্ডানকেও রুখে দিয়েছে দলটা। দুই গোলে পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ।

জর্ডানের বিপক্ষে ২০২১ সালে সবশেষ দেখায় বাংলাদেশ হেরেছিল। সেটাও আবার ৫ গোলের ব্যবধানে। জর্ডান এখনো বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ৫৯ ধাপ। ফিফা র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ৭৪-এ। সেখানে বাংলাদেশ আছে ১৩৩তম স্থানে।

সেই দলের বিপক্ষে বাংলাদেশ ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে। ৫ মিনিটে গোল হজম করে বসে দলটা। স্বাগতিকদের বিপক্ষে এরপর দারুণ লড়েছে বাংলাদেশ। ৪৩ মিনিটে পেয়ে যায় গোলের দেখা। গোলটা করেন শামসুন্নাহার জুনিয়র। প্রথমার্ধটা দুই দল শেষ করে সমতায় থেকে।

এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে আবার গোল হজম করে বসে বাংলাদেশ। ৫৮ মিনিটে স্বাগতিকরা পেয়ে যায় গোলের দেখা। তবে ৮২ মিনিটে বাংলাদশকে এবারও সমতাসূচক গোলের দেখা পাইয়ে দেন শাহেদা আক্তার রিপা। ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দল, ঝুলিতে জমা পড়ে ১টি পয়েন্ট।

চলতি মাসের তৃতীয় সপ্তাহে বাংলাদেশের সামনে এশিয়ান কাপ বাছাইপর্ব অপেক্ষা করছে। সে টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ নারী দল জর্ডানে গিয়েছিল দুটো ম্যাচ খেলতে। ৩১ মে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে দলটা। এরপর দুবার পিছিয়ে পড়ে এভাবে ২-২ গোলের ড্র দলকে এখন দেখাচ্ছে এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্নও।

১৮ ফুটবলার কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। দুবাই সফরে তাদের ছাড়াই গিয়েছিল বাংলাদেশ দল, দুটো ম্যাচেই হেরেছিল দলটা। এবার সেই ১৮ জন থেকে ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা, শামসুন্নাহার জুনিয়র, রুপনা চাকমাদের ডেকেছিলেন বাটলার। সেই দলটাই বাজিমাত করল জর্ডানে। যদিও সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার, মাতসুশিমা সুমাইয়া ও মাসুরা পারভীনরা উপেক্ষিতই রয়ে গেছেন এই দলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *