২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ, তালিকায় শোবিজের জনপ্রিয় মুখও

বিনোদন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকাসহ মোট ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে। এ তালিকায় রয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী, অভিনেতা বাপ্পারাজ, নতুন প্রজন্মের তারকা নুসরাত ফারিয়া ও সাবিলা নূরের মতো পরিচিত মুখ।

এনবিআরের কর অঞ্চল-১২ থেকে গত ১৫ জুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নির্ধারিত সময়ে কর পরিশোধ না করায় এসব তারকার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজস্ব কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, “কিছু তারকা সময়মতো কর দেননি, তাই তাদের ব্যাংক হিসাব সাময়িকভাবে জব্দ করা হয়েছে। ইতোমধ্যে অনেকেই কর পরিশোধ শুরু করেছেন, কেউ কেউ সময় চেয়েছেন। কর পরিশোধ করলেই তাদের হিসাব স্বাভাবিকভাবে চালু হবে।”

প্রজ্ঞাপন অনুযায়ী, যাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, তাদের মধ্যে আছেন—মৌসুমী, বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, আহমেদ শরীফ ও নুসরাত ইয়াসমিন তিশা।

জানা গেছে, বর্তমানে মৌসুমী অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। অন্যদিকে বাকি তারকারা দেশে থাকলেও, এ বিষয়ে তাদের কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি। বিশেষ করে নুসরাত ফারিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *