হামলার পর ইরান আরও ভয়ংকর? বিশ্বকে স্তব্ধ করে দিল গোপন খবর!

আন্তর্জাতিক

পেন্টাগন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তত এক থেকে দুই বছর পিছিয়ে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি “পুরোপুরি ধ্বংস” হয়েছে।

প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র শন পারনেল জানান, হামলায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। তিনি একে “সাহসী অভিযান” হিসেবে উল্লেখ করেন।

গত ২১ জুন যুক্তরাষ্ট্র ইরানে বি-টু স্টিলথ বোমার হামলা চালানোর পর ট্রাম্প বারবার দাবি করছেন, ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস হয়েছে। তবে আগের এক গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছিল, হামলায় মূল স্থাপনা ধ্বংস হয়নি, শুধু কয়েক মাস সময় পিছিয়েছে।

ইরানও হামলার পর বিস্তারিত কিছু জানায়নি। কিছু কর্মকর্তা বড় ধরনের ক্ষতির কথা স্বীকার করলেও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেন, ট্রাম্প ক্ষয়ক্ষতির বিষয় “অতিরঞ্জিত” করছেন।

সেটেলাইট চিত্রে দেখা গেছে, হামলার আগে ফোর্ডো কেন্দ্র থেকে ট্রাক বের হতে। তবে ভূগর্ভস্থ স্থাপনার প্রকৃত ক্ষতি বোঝা যাচ্ছে না।

জাতিসংঘের পারমাণবিক সংস্থা আইএইএর প্রধান জানিয়েছেন, ইউরেনিয়াম সংরক্ষণে ব্যবহৃত কিছু কনটেইনার ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি বলেন, কিছু ইউরেনিয়াম ধ্বংস বা সরানো হয়ে থাকতে পারে।

ইরান কয়েক মাসের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আবার শুরু করতে পারে বলে জানিয়েছেন গ্রসি। বর্তমানে ইরানের পারমাণবিক কর্মসূচি আইএইএর পর্যবেক্ষণের বাইরে চলে গেছে।

যুদ্ধের পর ইরান আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত করে। এর আগে ইরান অভিযোগ করেছিল, আইএইএ ইসরায়েলের কাছে তাদের পারমাণবিক তথ্য পাচার করেছে—যদিও সংস্থাটি তা অস্বীকার করে।

জেনেভা কনভেনশন অনুযায়ী, পারমাণবিক স্থাপনায় হামলা নিষিদ্ধ।

১৩ জুন ইসরায়েল প্রথম হামলা চালায়, দাবি করে তারা ইরানের পারমাণবিক কার্যক্রম থামাতে আগাম ব্যবস্থা নিচ্ছে।

যুদ্ধে ইসরায়েলের হামলায় শত শত ইরানি নাগরিক, বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা নিহত হন। ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ২৯ জন নিহত হন।

যুদ্ধের দশ দিন পর যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। পাল্টা জবাবে ইরান কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা করে, তবে তাতে কেউ নিহত হয়নি।

এরপর ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। উভয় দেশই এটিকে ‘ঐতিহাসিক বিজয়’ বলেছে।

ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছে। তবে ইরান বলেছে, তারা তাদের সরকার, পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম রক্ষা করতে পেরেছে।

সূত্র: জনকন্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *