হানিমুনে স্বামীকে হ”ত্যা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

আন্তর্জাতিক

বিয়ের মাত্র পাঁচ দিন পর নৃশংস হত্যাকাণ্ড নিয়ে পুলিশ জানিয়েছে, ক্যাফেতে সাক্ষাৎ এবং মেঘালয়ে একমুখী হানিমুন ট্রিপই যথেষ্ট ছিল ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশীকে হত্যা ছক অনুযায়ী হয়েছে। অভিযোগ অনুযায়ী, এই পরিকল্পনা করেছিলেন তার স্ত্রী সোনম এবং তার প্রেমিক রাজ কুশওহা-যিনি তার তিন বন্ধুকে ভাড়াটে খুনি হিসেবে কাজ করতে বলেছিলেন।

বিয়ের মাত্র পাঁচ দিন পর, রাজ তার শৈশবের তিন বন্ধু-আনন্দ কুমরী (২৩), আকাশ রাজপুত (১৯) এবং বিশাল সিং চৌহান (২২)-কে মধ্যপ্রদেশের ইন্দোরের এক ক্যাফেতে ডেকে রাজাকে হত্যার ছক তৈরি করেন। অর্থের লোভ দেখিয়ে তিনি তাদের এই অপরাধে যুক্ত করেন, এমনটাই জানিয়েছে সূত্র। খবর এনডিটিভির।

গত ২০ মে, রাজা এবং সোনম হানিমুনে মেঘালয় রওনা হন, হাতে ছিল কেবল একমুখী টিকিট, আর তাদের পিছু নিয়েছিল সেই তিন খুনি। সূত্র জানিয়েছে, রাজ প্রথমে তার বন্ধুদের ২০ মে গৌহাটিতে পাঠান, সেখান থেকেই তারা অনলাইনে একটি কুড়াল অর্ডার করেন। এরপর তারা শিলংয়ে গিয়ে রাজা ও সোনমের থাকার জায়গার কাছাকাছি একটি হোটেলে ওঠেন।

এদিকে, নবদম্পতি তিন দিন ধরে মনোমুগ্ধকর পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যে ঘুরে বেড়ান। কিন্তু ২৩ মে সোনম একটি ফটোশুটের কথা বলে রাজাকে একটি পাহাড়ি এলাকায় নিয়ে যান। ওই তিন অভিযুক্ত তাদের অনুসরণ করেন এবং শুরুতে হিন্দিতে রাজার সঙ্গে কথা বলেন। একপর্যায়ে, সোনম ক্লান্ত হওয়ার ভান করে স্বামী এবং খুনিদের অনেক পেছনে হাঁটতে শুরু করেন। এরপর পেছন থেকে চিৎকার করে বলে উঠেন, ‘মেরে ফেলো।’ এরপর কুড়ালের আঘাতে নিহত হন রাজ এবং তার মৃতদেহ পাহাড়ের খাদে ফেলে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *