হঠাৎ করে ‘উধাও’ সয়াবিন তেল

বাংলাদেশ

নিউজ ডেষ্ক- রাশিয়া-ইউক্রেন সংকটে দেশের তেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম। কোনো কোনো জায়গায় খোলা সয়াবিন তেল লিটার ১৯০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

অনেক জায়গায় তেলের কৃত্রিম সংকট তৈরি করে বলা হচ্ছে তেল নেই। একই অবস্থা বিরাজ করছে কুমিল্লা শহরে। শহরে হঠাৎ করে সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। বেশিরভাগ দোকানদারই বলছেন, দোকানে তেল নেই।

বুধবার (২ মার্চ) সরেজমিন শহরের বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। শহরের খোকন স্টোরের মুদিদোকানি জালাল আজ দুপুরে বলেন, ‘কয়েকদিন ধরেই কোনো কোম্পানি, ডিলার তেল সাপ্লাই দিচ্ছে না। পাইকাররা আমাদের মাল দিচ্ছে না আমরাও জনগণকে দিতে পারছি না।

কোম্পানি আপনাদের কী ধরনের আশ্বাস দিচ্ছে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘তারা (কোম্পানি) বলছে, মাল আসলে পাবেন।’

শাহিন নামের আরেক দোকানদার বলেন, ‘দুই তিনদিন হলো ভালো কোম্পানির তেল আসছে না। যেগুলো আসছে খুবই সীমিত। আগে যেগুলো বাজারে খুব একটা বিক্রি হতো না এখন সেগুলোই বিক্রি হচ্ছে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *