সাকিব-মোস্তাফিজকে ২ রকম অনুমতি দিল বিসিবি

খেলা

আইপিএলের শেষ অংশে এসে লিগটিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। সেখানে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার জন্য অনাপত্তিপত্র চেয়েছিলেন তিনি। এদিকে পিএসএলে ডাক পেয়েছেন সাকিব আল হাসান। লাহোর কালান্দার্সের হয়ে খেলতে তিনিও বিসিবির কাছে এনওসির আবেদন করেছিলেন তিনি। দু’জনকে দুই রকম অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

দিল্লি ক্যাটিপালসের হয়ে দুটি ম্যাচ খেলার জন্য মোস্তাফিজকে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে দেশের বাইরে থাকা সাকিব আল হাসান নিয়ম মেনে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য অনাপত্তিপত্র চেয়েছেন বিসিবির কাছে। বাংলাদেশ দলের সঙ্গে না থাকায় তাকে অনাপত্তিপত্র দিতে বাধা নেই বিসিবির।

প্রাথমিক পর্বের শেষ দুই ম্যাচের জন্য বাংলাদেশের বাঁ-হাতি পেসার মোস্তাফিজকে পাবে দিল্লি ক্যাপিটালস। মোস্তাফিজ যদি পাকিস্তান সফরে না যেতে চান, তাহলে আইপিএলে আরও ম্যাচ খেলার সুযোগ থাকবে তার।

কাল বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ বলেন, ‘জাতীয় দলের ব্যস্ততার বাইরে মোস্তাফিজ বাকি সময় আইপিএলে খেলতে পারবে। সে আমাদের অন্যতম সেরা বোলার। বোর্ডের কাছে আগে জাতীয় দল। দলে না থাকলে তাকে পুরো সময়ের জন্য অনাপত্তিপত্র দিতে সমস্যা হতো না। জাতীয় দলের সঙ্গে সে সফরে আছে। জাতীয় দলের খেলা না থাকার সময় খেললে আমাদের আপত্তি নেই।’

আরব আমিরাতে দুই ম্যাচের টি ২০ সিরিজ খেলতে বাংলাদেশ দলের সঙ্গে বুধবার ঢাকা ছাড়েন মোস্তাফিজ। তার আগে খবর ছড়িয়ে পড়ে, ছয় কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে দিল্লি।

তবে আইপিএলে তার খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের লিগপর্বে পরবর্তী তিন ম্যাচ ১৮, ২১ ও ২৪ মে। আরব আমিরাতে বাংলাদেশের দুটি ম্যাচ ১৭ ও ১৯ মে। তাই ১৮ মে আইপিএলের ম্যাচে খেলতে পারবেন না মোস্তাফিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *