রেকর্ড ভাঙলেন মেসি

খেলা

বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি আগের ম্যাচে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে জয়ের ধারায় ফিরিয়েছিলেন। সেই ধারাবাহিকতা ধরে রেখে আজ রোববার সকালে আবারও জোড়া গোল করলেন মেসি। শুধু গোল করা-ই নয়, দুটি গোলে অ্যাসিস্টও করিয়েছেন ।

মেজর লিগ সকারে কলম্বাসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। জোড়া গোল করে একটি রেকর্ডও ভেঙে দিয়েছেন মেসি। এমএলএসে এখন ইন্টার মায়ামির হয়ে সর্বোচ্চ গোলদাতা তিনি। সাবেক আর্জেন্টাইন সতীর্থ গঞ্জালো হিগুয়েইনের ২৯ গোল টপকে মেসির গোল সংখ্যা এখন ৩১।

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামির সঙ্গে বলদখল ও সুযোগ তৈরিতে ভালোই পাল্লা দিয়েছে কলম্বাস। মায়ামির ৫১ শতাংশ বলদখলের বিপরীতে কলম্বাসের দখলে বল ছিল ৪৯ শতাংশ। মায়ামির ১৪ শটের বিপরীতে কলম্বাস শট নিয়েছে ১২টি। মায়ামি অবশ্য ৭টি শট লক্ষ্যে রাখলেও কলম্বাস রাখতে পেরেছে মাত্র ১টি। মায়ামি মূলত বাজিমাত করেছে ফিনিশিংয়ে। যেখানে একাই দাপট দেখিয়েছেন মেসি।

খেলা শুরুর ১৩ মিনিটের সময় মেসির সহায়তায় প্রথম গোল করেন তাদেও আলেন্দে। প্রায় মাঝমাঠ থেকে মেসির দুর্দান্ত এক লং পাস নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন এই আর্জেন্টাইন উইঙ্গার। ২ মিনিট পর কলম্বাস গোলরক্ষকের ভুলে বল পেয়ে গোলের খাতায় নাম লেখান মেসি নিজেই।

সতীর্থকে বল দিতে গিয়ে কলম্বাস গোলরক্ষক নিকোলাস হাগেন বল তুলে দেন বক্সের কাছাকাছি জায়গায় থাকা মেসির পায়ে। এমন সুযোগে কোনো ভুল করেননি তিনি। গোল করে মায়ামিকে এগিয়ে দেন ২-০ ব্যবধানে।

২৪ মিনিটের নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে কলম্বাসকে ম্যাচ থেকে একরকম ছিটকে দেন মেসি। আর্জেন্টাইন অধিনায়ক যেভাবে আলেন্দের গোলে সহায়তায় করেছিলেন, এবার ঠিক একই রকমভাবে মেসিকে সহায়তা করেন সের্হিও বুসকেতস। মাঝমাঠ থেকে বুসকেতসের বাড়ানো বল গোলরক্ষকের মাথার ওপর তুলে দিয়ে দলের জয় অনেকটাই নিশ্চিত করে দেন মেসি।

৫৮ মিনিটে এক গোল করে শোধ করে কলম্বাস। গোল করেন সিজার রুভালকাবা। তবে ৬৪ মিনিটে লুইস সুয়ারেজের গোলে ব্যবধান ৪-১-এ নিয়ে যায় মায়ামি। আর ম্যাচের শেষ দিকে মেসির পাস থেকে বল পেয়ে মায়ামির হয়ে ৫ম ও শেষ গোলটি করেন ফাফা পিকাল্ট।

৫-১ গোলের এই জয়ে এমএলএসের পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে মায়ামি। ১৮ ম্যাচে ৮ জয়, ৫ ড্র ও ৩ হারে মায়ামির পয়েন্ট এখন ২৯। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে মেসিরা এখনো পিছিয়ে ৫ পয়েন্টে। তবে ফিলাডেলফিয়ার চেয়ে এক ম্যাচ কম খেলেছে মায়ামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *