রেকর্ডের কথা জানতেন না শান্ত

খেলা

গল টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২০২৩ সালের নভেম্বরের পর লাল বলের ক্রিকেট আর তিন অঙ্কের দেখা পাননি তিনি। অবশেষে এই টেস্ট দিয়ে সাদা পোশাকে ফর্মে ফিরেছেন শান্ত, সেটাও দারুণ এক রেকর্ড গড়ে।

বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে এক টেস্টে জোড়া সেঞ্চুরির নজির গড়েছেন শান্ত। টেস্টে অধিনায়ক হিসেবে জোড়া সেঞ্চুরি করা বিশ্বের ১৬তম ব্যাটার তিনি। টেস্টে ১৪তম খেলোয়াড় হিসেবে ম্যাচে দুই সেঞ্চুরি করেন শান্ত।

দারুণ এই কীর্তি নিয়ে প্রশ্ন করা হলে ম্যাচসেরা শান্ত বলেন, ‘আমি জানতাম না (এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশ অধিনায়ক)। কিন্তু দলে অবদান রাখতে পেরে খুব ভালো লাগছে।’

প্রথম ইনিংসে শান্তর ১৪৮ রানের দুর্দান্ত এক ইনিংসে বড় সংগ্রহের ভিত পেয়েছিল বাংলাদেশ। তার সঙ্গে চতুর্থ উইকেটে মুশফিকের ২৬৪ রানের জুটিতে শুরুর ধাক্কা (৪৫/৩) সামাল দেয় টাইগাররা।

দ্বিতীয় ইনিংসেও দলের ব্যাটিংয়ের হাল ধরেন শান্ত। এবার তার ১২৫ রানের অপরাজিত এক ইনিংসের মাধ্যমে লঙ্কানদের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করাতে সক্ষম হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হলেও ব্যক্তিগত তৃপ্তির ঢেঁকুর তুলতেই পারেন শান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *