রিপনের সঙ্গে প্রোটিয়া ক্রিকেটারের এ কেমন আচরণ!

খেলা

টিসেপে এনটুলিকে আগের বলেই উড়িয়ে মেরেছিলেন রিপন মন্ডল। বিষয়টি হজম হয়নি দক্ষিণ আফ্রিকার স্পিনারের। কথার লড়াইয়ে নামেন বাংলাদেশ ইমার্জিং দলের পেসারের সঙ্গে। সেই ঘটনা মুহূর্তেই রূপ নেয় হাতাহাতিতে। এমন দৃশ্য ফুটবলে হরহামেশা দেখা যায়, ক্রিকেটে কদাচিৎ! বিতর্কিত সেই কাণ্ড মিরপুর শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঘটিয়েছেন এনটুলি।

বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়া ইমার্জিং দলের ৪ দিনের টেস্টের দ্বিতীয় দিনের ঘটনা। আজ খেলার ১০৫তম ওভারের শুরুতেই ছক্কা হাঁকান রিপন। এরপর টাইগার দুই ব্যাটার ক্রিজের মাঝে কথা বলছিলেন। সেসময় তেড়েফুঁড়ে রিপনের দিকে আসেন এনটুলি। সজোরে মারেন ধাক্কা। কি হচ্ছে বুঝে ওঠার আগেই প্রোটিয়া স্পিনার রিপনের হেলমেট ধরে টানতে থাকেন।

মাঠের আম্পায়ার এসে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করলেও প্রোটিয়া ক্রিকেটার থামেননি। রিপনও বেশ কয়েকবার বাধা দিয়েছেন। কিন্তু হেলমেট ধরে বেশকিছুক্ষণ ঝাকানোর পর আঙুল তুলেও শাসিয়েছেন এনটুলি। এরপর আবারও তেড়েফুঁড়ে এসেছিলেন।
টিভি ক্যামেরায় দেখা যাচ্ছিল, এনটুলি মেজাজ হারিয়ে মাত্রা ছাড়ানো আচরণ করছিলেন। মাঠের আম্পায়ার এসে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করলেও প্রোটিয়া ক্রিকেটার থামেননি। রিপনও বেশ কয়েকবার বাধা দিয়েছেন। কিন্তু হেলমেট ধরে বেশকিছুক্ষণ ঝাকানোর পর আঙুল তুলেও শাসিয়েছেন এনটুলি। এরপর আবারও তেড়েফুঁড়ে এসেছিলেন।

ওই ঘটনা সামাল দিতে বাকি খেলোয়াড়েরাও পিচের কাছে জড়ো হন। ক্রিকেট মাঠে এমন আক্রমণাত্মক আচরণ সাধারণত দেখা যায় না। বড়জোর কথার লড়াই চলে। কিন্তু শরীরে আঘাত করা হয় না। এনটুলি দুটোই করেছেন। রিপনের স্লেজিং (করেছে কিনা নিশ্চিত নয়) এর জবাবে তিনি স্লেজিংয়ের পাশাপাশি রিপনকে শারীরিকভাবেও আঘাত করেছেন।

ঘটনাটি ঠিক কি নিয়ে হয়েছে, তা এখনও জানা যায়নি। তবে ব্যাটিংয়ে এনটুলিদের একহাত নিয়েছেন রিপন। টেস্টের প্রথম দিন ২৪২ রানে ৭ উইকেটে থামা দল আজ যোগ করেছে আরও দেড়শ রান। প্রথম ইনিংসে রিপন-মেহেদীরা থেমেছেন ৩৭১ রানে। মেজাজ হারানো এনটুলির বলেই রিপন থেমেছেন। তবে ফেরার আগে প্রোটিয়াদের খারাপ সময়ই উপহার দিয়েছেন। ব্যাট হাতে রিপন করেছেন ৪৩ রান। মেহেদীর ৪৪। এছাড়া প্রথম দিনে বাংলাদেশকে সেঞ্চুরি করে টেনেছিলেন আশিকুর। মইন থামেন নড়বড়ে ৯১ রানে।

চারদিনের খেলার দ্বিতীয় দিনে ১৩ রান তুলে ব্যাট করছে প্রোটিয়া ইমার্জিং দল। মানাকের ৮ ও প্রিন্সের ৫। প্রথম ইনিংসে বাংলাদেশের থেকে সফরকারীরা পিছিয়ে ৩৫৮ রানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *