নিউজ ডেষ্ক- অনেক দিন ধরেই রান খরায় ভুগছেন বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক মমিনুল হক। বাংলাদেশের টেস্ট বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে যার আবির্ভাব হয়েছিল। কিন্তু মিনুলের এই অফ ফর্ম দলের জন্য দুশ্চিন্তা তো বটেই, একইসাথে ব্যাটিং অর্ডারের ব্যর্থতার অন্যতম বড় কারণ। শেষ নয় ইনিংসে তিনি পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে। তিন ডাকের সঙ্গে তার রানসংখ্যা মোটে ২৭।
সর্বশেষ সাত ইনিংসে তার ব্যাটিং অধঃপতনের কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে তাকে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অভিভাবকদের মত ছিল, নেতৃত্বের চাপ ঘাড় থেকে নামালে হয়তো সে ফিরবে তার চিরচেনা রূপে। কিন্তু ক্যারিবীয় দ্বীপে দেখা গেল সেই একই পরিণতি। এবার তাই ক্রিকেট বিশেষজ্ঞদের মত, বিশ্রাম নেয়া উচিত মুমিনুলের।
সাকিব বলেন, ‘আমার সবসময় মুমিনুলের সঙ্গে কথা হয়। ও যদি মনে করে, ওর বিশ্রাম দরকার আছে, তাহলে সেটা হতে পারে, আমার পক্ষে বলা মুশকিল। কিন্তু এ মুহূর্তে একটা ম্যাচ শেষ হওয়ার পরপরই কোনো সিদ্ধান্ত নেয়া বা কোনো কিছু চিন্তা করা খুব একটা ভালো কিছু নয়। আগামী দু-তিন দিন বিশ্রাম আছে। এরপর যখন সেন্ট লুসিয়ায় অনুশীলন করব, সেদিন আমরা চিন্তা করতে পারব আমাদের দলের জন্য কোনটা ভালো হতে পারে।’
এ বিষয়ে তিনি আরও বলেন, ‘খুব বেশি পরিবর্তন করলে ভালো কিছু হয়ে যাবে, সেটার নিশ্চয়তাও আপনি দিতে পারবেন না। আমরা বোধহয় ১৩-১৪ ইনিংসে ১০০ রানের নিচে চার উইকেট বা পাঁচ উইকেট হারিয়েছি। এ জায়গায় আমাদের অনেক বেশি সমস্যা আছে। আমাদের সবাই দায়িত্ব নিলে এ জায়গা থেকে বের হয়ে আসা সম্ভব। আমরা এর আগেও এমন সমস্যায় পড়েছি এবং বেরও হয়েছি।’