ব্রাজিলের রাফিনিয়াকে চমকে দিল বার্সেলোনা

খেলা

চলতি মৌসুমে লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জয় করেছে বার্সেলোনা। ক্লাবের এমন সাফল্যে বড় অবদান রেখেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। ৫৬ ম্যাচে ৩৪ গোল করে এবং ২৫ গোল বানিয়ে দিয়ে ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বনেছেন তিনি। এসবের পুরস্কারস্বরূপ মৌসুম শেষের আগেই ক্লাবের কাছ থেকে পেলেন নতুন চুক্তি।

বার্সেলোনার সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি ছিল। সেটি এখন এক বছর বেড়ে ২০২৮-এ ঠেকেছে।

যদিও নতুন করে এই চুক্তির মেয়াদ বাড়ানোর কথা নাকি আগে জানতেনই না রাফিনিয়া। কিন্তু ক্লাবের এই আস্থার প্রতিদান দিতে সর্বোচ্চ চেষ্টা করবেন জানিয়ে ২৮ বছর বয়সী এ সেলেসাও ফরোয়ার্ড বলেন, ‘ক্লাবের পক্ষ থেকে এই নতুন প্রস্তাব আমি প্রত্যাশা করিনি। অনুশীলন কিংবা ম্যাচে এ জার্সির জন্য আমি সর্বস্ব নিংড়ে দেব।’

‘আমার জন্য এটা খুবই তৃপ্তিদায়ক ও দারুণ স্পেশাল। খুবই খুশি আমি এবং এই ক্লাবে আসার পর থেকেই আমার সবচেয়ে বড় ব্যক্তিগত চাওয়া ছিল সমর্থকদের আনন্দ উপহার দেওয়া। আমি এখন রাফিনিয়া, একজন বাবা, একইসঙ্গে অধিনায়কও। যখন প্রথমবার ব্লগ্ররানায় আসি, সেই সময়ের চেয়ে এখন আমার ওপর অনেক দায়িত্ব। প্রতি বছরই আমার মাঝে ম্যাচুরিটি এসেছে, আগের চেয়ে আমি অনেক পরিণত হয়েছি’-যোগ করেন এই ব্রাজিলিয়ান।

বার্সেলোনাতেই নিজের ক্যারিয়ার শেষ করার স্বপ্ন দেখছেন জানিয়ে রাফিনিয়া বলেন, ‘পরিবারকে আগেই বলে রেখেছি যে, আমার স্বপ্ন হলো ক্যারিয়ারের শেষ পর্যন্ত এই ক্লাবেই থাকা। সেটি আমি করতে চাই নিজের সেরা অবস্থায় থেকে।’

২০২২ সালে ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেড থেকে বার্সেলোনায় যোগ দেন রাফিনিয়া। ক্লাবে নিজের প্রথম দুই মৌসুমে মোটে ১৩ গোল করা এই ফরোয়ার্ডকে বিক্রি করে দেওয়ার গুঞ্জন শুরু হয়েছিল। তবে জার্মান কোচ হান্সি ফ্লিকের আগমনেই বদলে যায় তার ভাগ্য। চলতি মৌসুমে গোল আর অ্যাসিস্টের ফোয়ারা ছুটিয়ে ব্যালন ডি’অরের আলোচনাতেও চলে এসেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *