বিসিবিতে মাশরাফির চমক উপস্থিতি, কাঁপছে ক্রিকেট অঙ্গন!

খেলা

বাংলাদেশ ক্রিকেট কি আবারো ফিরতে চলেছে তার সোনালি দিনে? বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের এক যুগান্তকারী সিদ্ধান্তে রীতিমতো আলোড়ন উঠেছে দেশের ক্রীড়াঙ্গনে। জানা গেছে, জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা-কে এবার গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে পারে বোর্ড।

সূত্র জানায়, মাশরাফিকে ‘ক্রিকেট অপারেশনস’ বিভাগের নেতৃত্বে অথবা পরামর্শক হিসেবে যুক্ত করার পরিকল্পনা করছেন বিসিবি সভাপতি। লক্ষ্য একটাই—দলের নেতৃত্ব সংকট কাটানো, পেশাদারিত্ব ফিরিয়ে আনা, আর তরুণদের মানসিকভাবে প্রস্তুত করে মাঠে গর্জে ওঠার মতো করে গড়ে তোলা।

এক ঘনিষ্ঠ বোর্ডসংশ্লিষ্ট ব্যক্তি বলেন, “মাশরাফি শুধু একজন সাবেক অধিনায়ক নন, তিনি মানসিক দৃঢ়তার প্রতীক। তাঁর উপস্থিতিই খেলোয়াড়দের জন্য এক জীবন্ত অনুপ্রেরণা।”

অন্যদিকে, আমিনুল ইসলাম বুলবুল নিজেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সূচনালগ্নের নায়ক। আর মাশরাফি সেই পথে হেঁটে দেশের ক্রিকেটকে নিয়ে গেছেন এক নতুন উচ্চতায়। এখন, যদি এই দুই কিংবদন্তি এক টেবিলে বসে সিদ্ধান্ত নেন—তবে তা হতে পারে বাংলাদেশের ক্রিকেটের জন্য এক নতুন যুগের সূচনা।

যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, কিন্তু ভিতরে ভিতরে প্রস্তুতি চলছে পুরোদমে। বোর্ডের ভেতরে যেমন উত্তেজনা, তেমনি ভক্তদের মাঝেও এক ধরণের আশাবাদী আবেগ। অনেকেই বলছেন, “এটাই হতে পারে বাংলাদেশের ক্রিকেটের সম্ভাব্য নতুন স্বর্ণযুগের প্রথম পা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *