বিধ্বস্ত হওয়া বিমানটিতে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক

ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার বিমানটিতে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। লন্ডনের উদ্দেশে রওনা হওয়া বিমানটি বৃহস্পতিবার (১২ জুন) বিকালে বিমানবন্দর থেকে উড্ডয়নের পাঁচ মিনিট পরেই বিধ্বস্ত হয়।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে, যাত্রী তালিকার নথি অনুসারে, ‘বিজয় রমণীকলাল রূপানি’ ছিলেন তালিকার ১২তম যাত্রী।

প্রতিবেদনে বলা হয়, বিজয় রূপানির রাজকোটের বাসভবনের বাইরের উত্তেজনাপূর্ণ পরিবেশের দৃশ্য দেখা যাচ্ছে। উদ্বিগ্ন এবং অশ্রুসিক্ত চোখে প্রতিবেশীরা তার বাড়ির বাইরে জড়ো হতে শুরু করেছেন। আনুষ্ঠানিক নিশ্চিতকরণের অপেক্ষায় উদ্বেগ এবং অনিশ্চয়তা তীব্র আকার ধারণ করেছে।

বিমানটিতে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাড়াও ২৪২ জন আরোহী ছিলেন। এর মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য।

বিজয় রূপানি ২০১৬ সালের আগস্ট থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২২ সালের রাজ্য নির্বাচনের আগে তিনি পদত্যাগ করেন।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিমান দুর্ঘটনার পরপরই জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে পৌঁছেছে। সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরের সংলগ্ন এলাকা থেকে তোলা ছবিতে বাতাসে কালো ধোঁয়া দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *