বিডার ডাকে বিএনপি সাড়া দেয়নি কেন? স্পষ্ট করলেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী

রাজনীতি

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সম্প্রতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করেছিল। দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নে রাজনৈতিক পরামর্শ গ্রহণের লক্ষ্যেই এই আয়োজন। তবে সভায় অংশ নেয়নি দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কেন তারা উপস্থিত হয়নি, সে বিষয়ে বক্তব্য দিয়েছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন,
“না আসাটা বিএনপির ব্যক্তিগত পছন্দ। আমাদের পক্ষ থেকে আমরা সব পলিটিক্যাল পার্টিকে ওয়েলকাম করি। ওনাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে উনারা যেকোনো সময় আমাদেরকে জানাতে পারেন।”

গত ১৩ মে অনুষ্ঠিত হয় এই মতবিনিময় সভা। এতে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত থাকলেও বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) সভায় অংশ নেয়নি। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয় নানা আলোচনা।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে,বিনিয়োগ পরিবেশ নিয়ে বর্তমানে যা চলছে সেটি অন্তর্বর্তী সরকারের কাজ নয়। তাদের উচিত নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করে বিনিয়োগকারীদের প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেওয়া।

বিএনপির এই অবস্থান সম্পর্কে আশিক চৌধুরী তার বক্তব্যে বলেন,
“সেটা উনাদের পার্সোনাল চয়েস। আমাদের পক্ষ থেকে আমরা সব পলিটিক্যাল পার্টিকে ওয়েলকাম করি। ওনাদের যদি কোন সাজেশন থাকে তাহলে উনারা যেকোনো সময় আমাদেরকে জানাতে পারেন। সে ব্যাপারে আমার কোনো আপত্তি নেই।”

তিনি আরও বলেন,“আমরা এটাও চাই এবং যেই কারণে আমরা ওটা করেছিলাম সেটা হচ্ছে, যে যারাই আগামী ৫, ১০, ১৫ বা ২০ বছর বাংলাদেশ চালাক, তাদের সবার জন্যই বিনিয়োগ একটা বড় এজেন্ডা হবে। বিনিয়োগ এবং কর্মসংস্থান প্রাইমারি এজেন্ডা হবে। সেটাই যদি হয়, আমরা এখন যেই পলিসি মেজারগুলো নিচ্ছি, আমরা যেই অ্যাকশনগুলো নিচ্ছি যাতে বিনিয়োগের যে পরিবেশ, সেটায় উন্নতি ঘটে।”

তিনি বলেন,“ সেগুলাতে যদি ওনাদের এনডোর্সমেন্ট না থাকে, ওনাদের যদি সাপোর্ট না থাকে, তাহলে ভবিষ্যতে এই প্রজেক্টগুলো হয়তো একসময় মুখ থুবড়ে পড়বে। সেগুলার পিছে আমি আসলে সময় নষ্ট করতে চাই না। তো এইজন্যই আমরা চেয়েছিলাম যে সবাইকে দেখে থেকে ফিডব্যাক নিবো।”

বিনিয়োগ পরিবেশ উন্নয়নে রাজনৈতিক ঐকমত্য জরুরি উল্লেখ করে বিডা চেয়ারম্যানের বক্তব্য ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তার মতে, দীর্ঘমেয়াদে কোনো সরকারই এককভাবে দেশের উন্নয়ন নিশ্চিত করতে পারবে না, যদি না সব রাজনৈতিক দলের সম্মিলিত মত থাকে।

উল্লেখ্য, বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সমর্থনকেও গুরুত্বপূর্ণ মনে করে বিডা। আর তাই এই উদ্যোগ, যেখানে সকল পক্ষের মতামতকে স্বাগত জানানো হয়েছিল।

দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিডার মতবিনিময় সভা সেই উদ্যোগেরই অংশ। এই ধরনের প্ল্যাটফর্মে সব দলের উপস্থিতি বিনিয়োগে আস্থা বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে কর্মসংস্থান ও প্রবৃদ্ধির ভিত্তি গড়তে সহায়ক হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *