বাংলাদেশে আরো একবার এক-এগারোর আভাস

রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে আবারও এক-এগারোর মতো একটি পরিস্থিতির আভাস মিলছে— এমনটাই উঠে এসেছে জাতীয় গণতান্ত্রিক রাজনৈতিক জোট এনসিপির এক জরুরি সংবাদ সম্মেলনে। শনিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাম্প্রতিক রাজনৈতিক সংকট, নির্বাচন ঘিরে অনিশ্চয়তা এবং প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন নিয়ে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।

আখতার হোসেন বলেন, “দেশ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন, রাজনৈতিক দলগুলোর বিভক্তি এবং নির্বাচনী রোডম্যাপের অনিশ্চয়তা—সব মিলিয়ে জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যে পরিবর্তনের স্বপ্নে মানুষ রাস্তায় নেমেছিল, সেই আকাঙ্ক্ষাগুলো এখনো অপূর্ণ। ফলে নতুন করে হতাশা তৈরি হচ্ছে।”

তিনি আশঙ্কা প্রকাশ করেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে উদ্ভূত অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ব্যর্থ হলে দেশ আবার এক-এগারোর মতো অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি হতে পারে।

এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “এখন বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন হলো স্থিতিশীলতা। সব রাজনৈতিক দলকে অস্থিরতা নয়, বরং সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সরকারকে সহযোগিতা করতে হবে। সরকারের সঙ্গে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সব দলের আলোচনায় বসা দরকার।”

তিনি আরও বলেন, “বাংলাদেশকে বারবার বিভাজনের দিকে ঠেলে দিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ও দেশের শত্রুপক্ষ। এখন সময় ঐক্য গড়ার। অভ্যুত্থানের চেতনার সঙ্গেই যেতে হবে সামনে।”

নাহিদ ইসলাম বলেন, “আমরা সেনাবাহিনীর প্রতি সম্মান জানাই। এটি দেশের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রতিষ্ঠান। তবে রাজনৈতিক ইস্যুতে সেনাবাহিনীর মতামত দেওয়া উচিত নয়। তাদের কাজ দেশের নিরাপত্তা নিশ্চিত করা, রাজনীতি নয়।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানান, বিচার সংস্কার, নির্বাচনের রোডম্যাপ ও অন্তর্বর্তী সরকারের ঘোষণা যেন একত্রে স্পষ্টভাবে প্রকাশ করা হয়— যাতে জাতি একটি স্বচ্ছ ভবিষ্যতের পথ দেখতে পারে।

এ সময় এনসিপির মুখ্য সংগঠক হাসান আব্দুল্লাহ, প্রধান সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীসহ আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *