ফুটবল দুনিয়ায় আসছে এক ঐতিহাসিক লড়াই—২০২৫ সালের ফিনালিসিমায় মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। তবে শিরোপার চেয়েও বড় আলোচনার বিষয় লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের মধ্যকার সম্ভাব্য দ্বৈরথ। দুই প্রজন্মের দুই ফুটবল জাদুকর, এক মঞ্চে!
প্যারাগুয়েতে ফিফা কংগ্রেসের সময় আয়োজিত এক বৈঠকে উয়েফা ও কনমেবল চূড়ান্ত করে ২০২৫ ফিনালিসিমার পরিকল্পনা। যদিও এখনও দিন-স্থান নির্ধারিত হয়নি, প্রস্তুতি চলছে জোরেশোরে।
২০২২ সালে ইতালিকে হারিয়ে ফিনালিসিমা জিতেছিল আর্জেন্টিনা। এবার তাদের সামনে স্পেন—যাদের দলে রয়েছেন সময়ের বিস্ময় প্রতিভা ইয়ামাল। মাত্র ১৭ বছরেই যিনি হয়ে উঠেছেন ইউরোপের অন্যতম ভরসা।
একদিকে কিংবদন্তি মেসি, অন্যদিকে উঠতি তারকা ইয়ামাল—এই ম্যাচে ভক্তরা যেন দেখবেন দুই যুগের মিলন ও ভবিষ্যতের সম্ভাব্য উত্তরাধিকার হস্তান্তরের এক প্রতীকী মুহূর্ত।
ফিনালিসিমা তাই শুধু ম্যাচ নয়—এটি লাতিন আমেরিকার আবেগ আর ইউরোপের কৌশলের লড়াই। তবে সবচেয়ে বড় আকর্ষণ, এক মাঠে মেসি ও ইয়ামাল—যা হতে চলেছে ফুটবল ইতিহাসের এক অনন্য অধ্যায়।