পাকিস্তানের সেনাপ্রধানের সাথে দেখা করবেন ট্রাম্প, কেন?

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনিরের সাথে দেখা করবেন। হোয়াইট হাউজে তাদের দেখা হওয়ার কথা রয়েছে।

বুধবার (১৭ জুন) বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

ওয়াশিংটন সময় দুপুরে হোয়াইট হাউসে তাদের দুজনের মধ্যাহ্নভোজ হওয়ার কথা। তাদের দেখা করার বিষয়টি গণমাধ্যমের সদস্যদের জন্য বন্ধ থাকবে।

জেনারেল মুনির ১৪ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন এবং দুজনের মধ্যে বৈঠকের সময়সূচী নির্ধারিত ছিল।

কিন্তু ইরান ও ইসরাইলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং এই সংঘাত অঞ্চলের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে তাদের দেখা করার বিষয়টি সামনে এলো। ইরান ও পাকিস্তান সীমান্ত ভাগ করে নেয়।

এদিকে, ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী, মে মাসের শেষের দিকে মুনির ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেন বাঘেরির সাথে দেখা করেছিলেন। চলমান যুদ্ধের প্রথম দিন, ১৩ জুন ইসরাইলি বিমান হামলায় বাঘেরি নিহত হন।

মুনিরকে পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি হিসেবে দেখা হয় বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *