পদত্যাগ করতে পারেন ফারুক

খেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেন ফারুক আহমেদ। এবার তৈরি হয়েছে তার নিজেরই পদত্যাগের শঙ্কা। বিসিবি সভাপতি পদ থেকে পদত্যাগ করতে পারেন ফারুক। বুধবার (২৮ মে) রাতে তিনি দেখা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে।

দেশের ক্রিকেটে চলছে টালমাতাল সময়। মাঠে যেমন পারফরম্যান্সের বেহাল দশা, মাঠের বাইরেও নানা বিতর্কে অস্থিরতা। সবমিলিয়ে, ক্রিকেট বোর্ডে পরিবর্তন চান আসিফ মাহমুদ। তবে সংশ্লিষ্ট সূত্রের খবর, পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ২/১ দিন সময় চেয়েছেন ফারুক।

আসন্ন ৩১ মে বিসিবির জরুরি সভার আগেই নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনা নিয়ে জোর গুঞ্জন চলছে।

গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের ফলে দায়িত্ব ছাড়েন নাজমুল হাসান পাপন। আর ওই বছরের ২১ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ফারুক আহমেদ বিসিবির দায়িত্ব নেন। তার নিয়োগের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে সভাপতির দায়িত্ব পালনকারী নাজমুল হাসান পাপনের অধ্যায়ের ইতি ঘটে।
জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক হিসেবে নির্বাচিত ফারুক পরবর্তীতে বাকি পরিচালকদের ভোটে নির্বাচিত হয়ে সভাপতির পদে বসেন। তার অধীনে ৯ মাসের বেশি সময়ে বিতর্ক কম হয়নি। বিপিএলের টিকিট বিতর্ক থেকে শুরু করে একাধিক আর্থিক কেলেঙ্কারিতে বিসিবিতে এমনকি অভিযান চালায় দুদক।

এদিকে, বিসিবির শীর্ষ পদে সম্ভাব্য হিসেবে সাবেক অধিনায়ক আমিনুল ইসলামের নাম আলোচনায় আসছে। যদিও তার বিষয়টি এখনও চূড়ান্ত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *