নিউজ ডেষ্ক- বিভিন্ন জেলা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আগত দলের ২৫ জনের বেশি নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজকে বড় কোনও প্রোগ্রাম ছিল না। গাজীপুর থেকে ছাত্রদলের বেশকিছু নেতাকর্মী দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসে। সেখান থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়।
মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের গ্রেফতারের পর এসব কথা বলেন রিজভী।
তিনি জানান, আটক নেতাকর্মীদের মধ্যে রয়েছেন— গাজীপুর ছাত্রদলের সহ-সভাপতি রানা প্রতাপ, ছাত্রদল নেতা বাব্বী সরকার, আশিস, মেহেদী, শামিম ও জুয়েল। বাকিদের নাম আমরা এখনও জানতে পারিনি।
বিএনপির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিফু বলেন, ‘সকালের দিকে বিভিন্ন জেলা থেকে আমাদের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে আসলে পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায়। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি ২৫ জনের বেশি নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।’
এসময় দলটির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।