রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও হোটেল ভিক্টোরির পাশের গলিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এসময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. আব্দুর রহিম, নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হকসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা ও অফিসের কর্মকর্তারা ছিলেন।
খবর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মীরা অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন। সেসময় তারা কোনো কারণ জানাতে পারেননি। তবে এর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।