দেশের উন্নয়ন শেখ হাসিনা ছাড়া সম্ভব নয়: খাদ্যমন্ত্রী

বাংলাদেশ

নিউজ ডেষ্ক- সাপাহার উপজেলা পরিষদের মুক্ত মঞ্চে শনিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।

খাদ্যমন্ত্রী বলেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হলে এক ইঞ্চি জায়গাও পতিত রাখা যাবে না। খাদ্যশস্য উৎপন্ন করতে গিয়ে খালেদা জিয়ার শাসনামলে সার নিতে কৃষককে গুলি খেয়ে প্রাণ দিতে হয়েছিল। বর্তমানে ভর্তুকি দিয়ে কম মূলে কৃষকের ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, আওয়ামী লীগ সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন ও শিরন্টি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *