নিউজ ডেষ্ক- গাজীপুরে লাবনী আক্তার নামে মামলার এক বাদীকে মারধর ও পেটে লাথি মারার অভিযোগ উঠেছে এক নারী কনস্টেবলের বিরুদ্ধে। এতে তিন মাসের অন্তঃসত্ত্বা লাবনীর গর্ভপাত ঘটেছে। গত মঙ্গলবার দুপুরে নগরের কাশিমপুর থানার ভেতরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী লাবনী (২৪) পুলিশ পাহারায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে চিকিৎসাধীন।
জানতে চাইলে এসআই মাববুব বলেন, ‘একটি ঘটনা ঘটেছে শুনেছি। মেবাইলে সব বলা যাবে না। ’ এ বিষয়ে থানায় যেতে বলেন তিনি।
থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, ‘থানায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সিসি টিভির ফুটেজ দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে। শুনেছি মহিলা পাঁচটি মামলার বাদী। নিরাপত্তার কথা ভেবে একজন নারী কনস্টেবল হাসপাতালে ওই মহিলার কাছে মোতায়েন করা হয়েছে। ’
অভিযোগ প্রসঙ্গে জানতে মোবাইল ফোনে কল দেওয়া হলেও ধরেননি অভিযুক্ত কনস্টেবল রুমা।