কোচের দায়িত্ব নিতে বিসিবিকে চিঠি দিয়েছেন মুশফিক-মাহমুদউল্লাহ

খেলা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, আর সীমিত ওভারের ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন মুশফিকুর রহীম। তবে এখনও টেস্ট ফরম্যাটে খেলছেন তিনি। খেলার ময়দান থেকে সরে এলেও ক্রিকেটের সঙ্গ ছাড়তে চান না এই দুই অভিজ্ঞ তারকা। এবার তারা জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য দায়িত্ব নেওয়া সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানালেন এই খবর। গণমাধ্যমের সঙ্গে এক আলাপচারিতায় তিনি বলেন, বিসিবিতে যোগ দেওয়ার আগেই মুশফিক ও রিয়াদ তার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং কোচ হওয়ার ব্যাপারে দিকনির্দেশনা চেয়েছিলেন।

তিনি বলেন, “আমার সঙ্গে মুশফিকুর রহীম এবং মাহমুদউল্লাহ রিয়াদ যোগাযোগ করেছে বিসিবিতে আমার যোগদানের আগেই। তারা আন্তর্জাতিক পর্যায়ে কোচিং করতে চায়। এজন্য আমরা বিসিবির মাধ্যমে কিছু কোচিং এডুকেশন ও ট্রেইনিং প্রোগ্রাম শুরু করতে চাই।”

বাংলাদেশে খেলা শেষে কোচিংকে পেশা হিসেবে নেওয়ার প্রবণতা বাড়ছে। এর সবচেয়ে সফল উদাহরণ সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, যিনি ঘরোয়া ক্রিকেটে অত্যন্ত সফল কোচ হিসেবে পরিচিত।

এছাড়াও হান্নান সরকার এবং মোহাম্মদ আশরাফুল কোচিংয়ের জগতে প্রবেশ করেছেন। হান্নান সরকার আবাহনীর কোচ হিসেবে ঢাকা প্রিমিয়ার লিগে কাজ করেছেন, আর আশরাফুল রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ হিসেবে গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতেছেন।

এখন মুশফিক ও মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা যদি কোচিংয়ে আসেন, তবে তা নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় এক ইতিবাচক সংযোজন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *