কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে খেলা দেখবেন

খেলা

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের টানা পঞ্চম ঘরের মাঠের জয় নিশ্চিত করতে মঙ্গলবার রাতে মুখোমুখি হবে কলম্বিয়ার। ম্যাচটি অনুষ্ঠিত হবে বিখ্যাত এস্তাদিও মাস মনুমেন্টাল স্টেডিয়ামে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বুধবার সকাল ৬টায়।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির অধীনে এরইমধ্যে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে। তবে ফর্ম ধরে রাখতে দলটি এখনও সমানতালে এগিয়ে যাচ্ছে। সর্বশেষ ম্যাচে চিলিকে ১-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে তারা।

১৫ ম্যাচে ১১ জয় নিয়ে আর্জেন্টিনা রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে, দ্বিতীয় স্থানের দল থেকে ১০ পয়েন্ট এগিয়ে। ঘরের মাঠে দুর্দান্ত ফর্মে রয়েছে আলবিসেলেস্তেরা—উরুগুয়ের বিপক্ষে হারার পর থেকে টানা চার ম্যাচে জয়, যেখানে চিলি (৩-০), বলিভিয়া (৬-০) ও ব্রাজিলকে (৪-১) বড় ব্যবধানে হারানো ছিল নজরকাড়া।

অন্যদিকে, কলম্বিয়া দুর্দান্ত শুরু করলেও শেষ সাত ম্যাচে মাত্র একবার জয়ের মুখ দেখেছে। আর্জেন্টিনার বিপক্ষে আগের দেখায় জিতলেও পরে তাদের পারফরম্যান্সে বড় ধরনের পতন এসেছে। বর্তমানে ২১ পয়েন্ট নিয়ে তারা রয়েছে ষষ্ঠ স্থানে, খুব কাছাকাছি অবস্থানে রয়েছে ভেনেজুয়েলা (১৮ পয়েন্ট)।

আর্জেন্টিনা

জুলিয়ান আলভারেজ সর্বশেষ ম্যাচে গোল করে তার মোট গোলসংখ্যা চারটিতে পৌঁছেছেন।

লিওনেল মেসি গত ম্যাচে বদলি হিসেবে খেললেও এবার শুরুর একাদশে থাকার সম্ভাবনা প্রবল।

রক্ষণভাগে ক্রিশ্চিয়ান রোমেরো ও লুকাস বালেরদি থাকছেন দায়িত্বে।

সম্ভাব্য একাদশ (আর্জেন্টিনা): মার্টিনেজ; মোলিনা, রোমেরো, বালেরদি, তাগলিয়াফিকো; ডি পল, পালাসিওস; সিমিওনে, মেসি, আলমাদা; আলভারেজ

কলম্বিয়া

নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন লুইস দিয়াজ। ছয় গোল করে তিনি সিরিজের অন্যতম শীর্ষ গোলদাতা।

অভিজ্ঞ জেমস রদ্রিগেজ এখন পর্যন্ত সর্বোচ্চ ৯টি পরিষ্কার গোলের সুযোগ তৈরি করেছেন ও ৫টি অ্যাসিস্ট করেছেন।

সম্ভাব্য একাদশ (কলম্বিয়া): মিয়ের; মুনোজ, মিনা, সানচেজ, বরহা; লার্মা, কাস্তানো; আরিয়াস, রদ্রিগেজ, হার্নান্দেজ; সুয়ারেজ

চূড়ান্ত লড়াইয়ের আগে দুই দলই চাইবে নিজেদের সেরা শক্তি নিয়ে মাঠে নামতে। একদিকে বিশ্বচ্যাম্পিয়নদের টানা সাফল্য ধরে রাখার লক্ষ্য, অন্যদিকে কলম্বিয়ার টিকে থাকার লড়াই—সব মিলিয়ে উত্তেজনাপূর্ণ এক ম্যাচ প্রত্যাশা করা যায়।

ম্যাচ টি সরাসরি দেখতে Sportzfy অ্যাপ ডাউনলোড করুন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *