কঠিন রোগে আক্রান্ত মিমি, ‍মুক্তি প্রায় অসম্ভব

বিনোদন

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী বর্তমানে একটি দীর্ঘমেয়াদি জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি ভয়াবহ মাইগ্রেনে আক্রান্ত। এই অসুস্থতা তাকে চরম শারীরিক কষ্ট দিলেও কাজ থেকে বিরত রাখেনি।

মাইগ্রেন সম্পর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরে মিমি লেখেন, মাইগ্রেন, তুমি কঠিনভাবে আঘাত করেছ। ছবিতে দেখা যায়, তিনি চোখের ওপর আইস প্যাক দিয়ে শুয়ে আছেন—চোখেমুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। আগেও তিনি জানিয়েছিলেন, মাইগ্রেন থেকে বাঁচা কেবল কঠিন নয়, প্রায় অসম্ভব।

প্রসঙ্গত, মিমি চক্রবর্তী বর্তমানে টালিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। বাংলাদেশেও রয়েছে তার বড় ভক্তগোষ্ঠী। বিশেষ করে শাকিব খানের বিপরীতে ‘তুফান’ ছবিতে তার অভিনয় দুই বাংলাতেই প্রশংসিত হয়েছে।

অভিনয়ের পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও যথেষ্ট সক্রিয়। নিয়মিত ভাগ করে নেন তার শরীরচর্চা, ভ্রমণ, খাদ্যাভ্যাস ও প্রিয় পোষ্যদের সঙ্গে কাটানো সময়ের ছবি। তবে সাম্প্রতিক এই অসুস্থতা তাকে কিছুটা ক্লান্ত করলেও মানসিকভাবে ভেঙে পড়েননি।

শারীরিক অসুস্থতা নিয়েও তিনি শুটিং চালিয়ে যাচ্ছেন, যুক্ত হচ্ছেন নতুন নতুন প্রজেক্টে। পেশাদারিত্ব ও মানসিক দৃঢ়তা দিয়ে মিমি আবারও প্রমাণ করলেন, কঠিন সময়েও নিজের পথচলা বন্ধ না করে কীভাবে সামনে এগিয়ে যেতে হয়।

তার ভক্ত-অনুরাগীরা এখন শুধু একটাই প্রার্থনা করছেন—মিমি যেন শিগগির সুস্থ হয়ে ওঠেন এবং আগের মতোই উজ্জ্বলতায় ভরে ওঠে তার পর্দার উপস্থিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *