‘এগুলো সব প্রধানমন্ত্রীর চেতনায় লালিত’

রাজনীতি

নিউজ ডেষ্ক- কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন আওয়ামী চেতনায় লালিত মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘জনগণের দাবি উপেক্ষা করে নিজেদের রচিত সার্চ কমিটি দিয়ে নিজেদের নির্বাচন কমিশন করেছেন। যাদের সবাই আওয়ামী লীগ চেতনায় লালিত, জয় বাংলা চেতনায় লালিত।’

মঙ্গলবার জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) উত্তর দক্ষিণের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও পুস্পার্ঘ অর্পণের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

গতকাল সিইসি আউয়ালের বক্তব্যের প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, ‘সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করলে কেউ কিছু করতে পারবে না। আপনার আগের কমিশন হুদা সাহেবও তাই বলেছেন, তারপর নির্লজ্জভাবে দিনের ভোট রাতে করেছেন। একতরফা নির্বাচন করেছেন। অর্থাৎ আজকে সকল গণতান্ত্রিক ব্যবস্থা কবর দেয়া হয়েছে।’

পুরো নির্বাচন কমিশন, পুরো সার্চ কমিটি সম্পূর্ণরূপে প্রহসন দাবি করে তিনি বলেন, ‘এগুলো সব প্রধানমন্ত্রীর চেতনায় লালিত। তারা প্রধানমন্ত্রীর চাকরি করেছেন। প্রধানমন্ত্রী তাদের প্রমোশন দিয়েছেন, তারা প্রধানমন্ত্রীর বাইরে যাবেন- এই ধরণের দৃষ্টান্ত অতীতের কারো মধ্য থেকে পাই নাই।’ তাই নির্দলীয় নিরপেক্ষ সরকারই অবাধ সুষ্ঠু নির্বাচনের একমাত্র গ্যারান্টি বলে মনে করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। এই দাবিতে গোটা দেশের মানুষ সোচ্চার জানিয়ে তিনি বলেন, আন্দোলনে সারাদেশের মানুষ রাজপথে বেরিয়ে আসবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *