এক যুগ পর বিএনপির মহাসমাবেশের ডাক

রাজনীতি

নিউজ ডেষ্ক– এক যুগেরও বেশি সময় পর টাঙ্গাইলে মহাসমাবেশ করতে যাচ্ছে বিএনপি । আগামীকাল (বুধবার) দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে খালেদা জিয়ার মুক্তি এবং সু-চিকিৎসার দাবিতে এ সমাবেশটি অনুষ্ঠিত হবে।

এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। আর এ মহাসমাবেশ সমাবেশ সফল করতে শহর এবং প্রত্যেকটি উপজেলাতে তৎপর হয়েছেন দলটির নেতা কর্মীরা।

জেলা বিএনপি সূত্র থেকে জানা যায়, সর্বশেষ জেলা বিএনপির উদ্যোগে বড় সমাবেশ অনুষ্ঠিত হয় ২০০৮ সালের ডিসেম্বরে। যেখানে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বক্তৃতা করেন। এরপর দীর্ঘদিন দলটির বড় কোনো সমাবেশ অনুষ্ঠীত হয়নি। অনেকটা ঘরোয়া কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ ছিল দলটি।

গত নভেম্বরে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানকে আহ্বায়ক এবং মাহমুদুল হক সানুকে সদস্য সচিব করে জেলা বিএনপির একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সব গ্রুপের সমন্বয়ে কমিটি গঠিত হওয়ায় অভ্যন্তরীণ কোন্দল আগের থেকে অনেকটাই কমে এসেছে বলে দাবি করেন দলটির নেতারা। আর তাই এই বড় সমাবেশের উদ্যোগ নেওয়া সম্ভব হয়েছে টাঙ্গাইল জেলায়।

সমাবেশ উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় দলের জেলা শাখার আহ্বায়ক আহমেদ আযম খান বলেন, “বুধবারের সমাবেশের জন্য ইতোমধ্যেই তারা প্রশাসনের কাছ থেকে মৌখিক অনুমতি পেয়ে গেছেন। মঙ্গলবারের মধ্যেই লিখিত অনুমোদনও পেয়ে যাবেন বলে তিনি আশা করেন। সরকার বিএনপির নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। এমনকি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। এ দেশে তার সুচিকিৎসা হচ্ছে না। নেত্রীর যে সকল শারীরিক সমস্যায় রয়েছে তার চিকিৎসা ব্যবস্থা শুধুমাত্র পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশ সম্ভব। তারপরও সরকার এখনো তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দিচ্ছে না।”

উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির শিশুবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহিন, ফরহাদ ইকবাল, কাজী শফিকুর রহমান লিটন, অমল ব্যানার্জি ও দেওয়ান সফিকুল ইসলাম, সদস্য আলী ইমাম তপন, আতাউর রহমান জিন্নাহ, আশরাফ পাহেলী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সুলতান মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *