ঈদের আগে সোনার বাজারে স্বস্তি, আসলো নতুন সিদ্ধান্ত

অর্থনীতি

জুয়েলারি ব্যবসায়ীদের ঘিরে কয়েকদিনের টানটান উত্তেজনার অবসান ঘটাল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সহ-সভাপতি মো. রিপনুল হাসানের ‘মিথ্যা মামলায়’ গ্রেপ্তারের প্রতিবাদে সারা দেশে দোকান বন্ধ রাখার যে অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, তা স্থগিত করেছে সংগঠনটি। ফলে আজ শুক্রবার (৩০ মে) থেকে দেশের সব জুয়েলারি দোকান আগের মতোই খোলা থাকবে।

বৃহস্পতিবার (২৯ মে) এক জরুরি বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ব্যবসায়িক স্বার্থ, ঈদের পূর্ববর্তী কেনাকাটা এবং সুষ্ঠু তদন্তের আশ্বাস বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সতর্কবার্তাও দিয়েছে তারা—ন্যায়বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির মুখোমুখি হতে পারে দেশ।

ঘটনার সূত্রপাত গত ২৮ মে, রাজধানীর ঐতিহ্যবাহী স্বর্ণ বিপণি এলাকা তাঁতীবাজার থেকে বাজুসের সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে গ্রেপ্তারের মধ্য দিয়ে। বাজুসের দাবি, ভুয়া রাজনৈতিক পরিচয়ের অভিযোগ তুলে দায়ের করা ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলায় তাকে আটক করে ডিবি পুলিশ। অথচ রিপনুল হাসান কোনো রাজনৈতিক দলের সঙ্গেই যুক্ত নন বলে দাবি সংগঠনের।

এই গ্রেপ্তারের খবরে সারাদেশের জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে নেমে আসে ক্ষোভের ঝড়। দোকানপাট বন্ধ রেখে নানা কর্মসূচিতে অংশ নেন তারা। কোথাও মানববন্ধন, কোথাও বিক্ষোভ মিছিল, কোথাও প্রতিবাদ সভা—জুয়েলারি ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদে মুখর হয়ে ওঠে বিভিন্ন শহরের অলিগলি।

বাজুসের কেন্দ্রীয় কমিটি এই প্রতিবাদে সাড়া দেওয়া সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছে, “আপনাদের সাহসী অবস্থানই আমাদের শক্তি।”

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের স্বার্থেই আপাতত দোকান বন্ধ রাখার কর্মসূচি স্থগিত করা হচ্ছে। তবে গ্রেপ্তার হওয়া সহ-সভাপতির নিঃশর্ত মুক্তি এবং ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও বড় পরিসরে কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দিয়েছে বাজুস।

সারসংক্ষেপে, জুয়েলারি ব্যবসায়ীরা আবারও ব্যবসায়িক স্বাভাবিকতায় ফিরছেন। তবে ঈদের বাজারে আবার জমে উঠলেও, ঘটনাটির পরিণতি এবং ন্যায়বিচারের দাবিতে তারা রয়েছে সতর্ক অবস্থানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *