ইসলাম বনাম ইহুদী যুদ্ধে একসাথে ৫০টি মুসলিম দেশের বজ্রনিনাদ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক

ইসরায়েলের লাগাতার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ইসলামি দেশগুলোর সম্মিলিত জবাব চাইল ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ আহ্বান জানান ইসলামি সহযোগিতা সংস্থা (OIC)-এর মহাসচিব হুসাইন ব্রাহিম তাহার সঙ্গে টেলিফোনে আলাপকালে।

রবিবার অনুষ্ঠিত এই আলাপচারিতায় আরাকচি ইরানের ওপর ইসরায়েলের সামরিক আগ্রাসনকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন এবং বলেন,

“এ ধরনের নিঃসংশয় আগ্রাসন আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ভয়ঙ্কর হুমকি।”

তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলের এই অন্তহীন দায়মুক্তি (impunity) তাকে আরও আগ্রাসী ও সহিংস করে তুলছে।

“এই দায়মুক্তিই নতুন অপরাধ ও হামলার পথ তৈরি করছে,” বলেন আরাকচি।

তিনি আরও জানান, ইরান তার আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করে এবং দেশটির সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে সার্বভৌমত্ব রক্ষায়।

অন্যদিকে, OIC মহাসচিব তাহা ইসরায়েলের সাম্প্রতিক হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এর তীব্র নিন্দা জানান। তিনি বলেন,

“এই উত্তেজনা ঠেকাতে ও আন্তর্জাতিক সমর্থন জোগাড়ে আমরা জাতিসংঘের সঙ্গে একযোগে কাজ করব।”

এই আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসলামি দেশগুলোর কূটনৈতিক ঐক্যের বার্তা স্পষ্ট হয়ে উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *