ইরান পরমাণু অস্ত্র বানাবে কি না, জানালেন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে পারমাণু অস্ত্র নিয়ে মন্তব্য করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। উদ্ভূত পরিস্থিতি নিয়ে সোমবার (১৬ জুন) ইরানের সংসদে কথা বলেন তিনি। এ সময় ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও তিনি মন্তব্য করেন।

ইরানের রাষ্ট্রীয় সাংবাদমাধ্যম ইরনার বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, প্রেসিডেন্ট বলেছেন ইরানিরা আগ্রাসী নয় এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিয়ে তিনি বলেন, শত্রুরা আমাদের ও আমাদের জাতির ওপর নির্যাতন, হত্যা ও খুন করে দৃশ্যপট থেকে সরাতে পারবে না। কারণ প্রত্যেক বীরের পতাকা পড়ে গেলে আরও শত শত বীর আছে যারা পতাকা তুলে নিয়ে শত্রুদের নির্যাতন, অবিচার এবং বিশ্বাসঘাতকতার জবাব দেবে।

মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘আমরা পারমাণবিক অস্ত্রের অনুসন্ধান করছি না। ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। যদিও পশ্চিমারা বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, আমাদেরও পারমাণবিক অস্ত্র তৈরির আগ্রহ নেই।’

মাসুদ পেজেশকিয়ান প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, জ্বালানির উদ্দেশ্যে তার দেশ ইউরেনিয়াম সমৃদ্ধ করে যাবে। কারণ ইরানের পারমাণবিক জ্বালানি অধিকারের সুযোগ রয়েছে।

এদিকে ইরান খুব দ্রুত পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে যাচ্ছে বলে বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়েছে। ইরানের ভূখণ্ডে ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ‘অর্থহীন’ বলে মন্তব্য করে তেহরান। এর পরেই ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনা তৈরি হয়।

ফেসবুক ও টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ইরানপন্থি বিভিন্ন অ্যাকাউন্টে দাবি করা হচ্ছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরান তার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতির মধ্যে এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরাও।

উল্লেখ্য, শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন পরমাণু ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানী নিহত হন।

এই হামলার জবাবে ইরানও পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরান-ইসরায়েল হামলা পাল্টা হামলা এখনও চলছে। উদ্ভূত পরিস্থিতি মধ্যপ্রাচ্যে একটি সর্বাত্মক যুদ্ধের দিকে এগোচ্ছে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *