ইরানের পর পাকিস্তানের পারমাণবিক নিয়ে নতুন হুমকি

আন্তর্জাতিক

ইরানের পরই পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন সাবেক ইসরায়েলি উপ-প্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেয়ের মাসরি।

বুধবার (১৮ জুন) সোশ্যাল মিডিয়া এক্সে তিনি এমন কথা বলেন।

মাসরি আরবি ও উর্দুতে এক্স-এ লিখেছেন: ‘ইরানের অভিযান শেষ হওয়ার পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেয়ার চেষ্টা করতে পারি।’ মাসরি বর্তমানে কোনো সরকারি পদে নেই, তবে তিনি লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের অংশ হওয়ায় ইসরায়েলি রাজনৈতিক ও কৌশলগত মহলে তার প্রভাব রয়েছে।

আরও পড়ুন
ইরানের হামলার মধ্যে ইতিহাস ভেঙে কেন পাক সেনাপ্রধানকে আপ্যায়ন করলেন ট্রাম্প
ইরানের হামলার মধ্যে ইতিহাস ভেঙে কেন পাক সেনাপ্রধানকে আপ্যায়ন করলেন ট্রাম্প
২০ জুন, ২০২৫

তিনি আরও লিখেছেন, ‘পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয়। এটুকু বুঝলেই যথেষ্ট।’

মাসরির এই মন্তব্যের পরপরই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে পাকিস্তানের পক্ষে একজোট হয়ে মাসরির মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *