ইরানকে বড় সুখবর দিলেন পুতিন

আন্তর্জাতিক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু শক্তি ব্যবহারে ইরানের প্রতি রাশিয়ার কোনো আপত্তি নেই। বরং এমন উদ্যোগে মস্কো সহযোগিতা দিতেও প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। খবরটি প্রকাশ করেছে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদুলু।

এক সাক্ষাৎকারে পুতিন বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে—এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) খুঁজে পায়নি। তিনি আরও জানান, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা পারমাণবিক অস্ত্রকে ইসলামবিরোধী ঘোষণা করে যে ফতোয়া দিয়েছেন, তা এ বিষয়ে ইরানের অবস্থান পরিষ্কার করে দেয়।

পুতিন জোর দিয়ে বলেন, রাশিয়া সবসময় পারমাণবিক অস্ত্র বিস্তারের বিপক্ষে অবস্থান নেয় এবং কোনো দেশ যদি শান্তিপূর্ণভাবে পরমাণু শক্তি ব্যবহার করতে চায়, তাহলে রাশিয়া তাতে সহযোগিতার জন্য প্রস্তুত।

বর্তমানে ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা শুরু হয়েছে। ইসরায়েলের হামলার জবাবে ইরান পাল্টা হামলা চালিয়েছে, যাতে দুই দেশেই শতাধিক মানুষ নিহত হয়েছে।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পুতিনের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে ইরানকে সমর্থনের ঘোষণা দেশটির জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে পশ্চিমা দেশগুলোর চাপের মুখে এই বার্তা ইরানকে কিছুটা কৌশলগত সুবিধা দিতে পারে বলে বিশ্লেষকদের মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *