আজকের সোনার দাম: কত পড়ছে এক ভরি

সারাদেশ

বাংলাদেশে সোনার দাম আন্তর্জাতিক বাজার, ডলার রেট ও আমদানি ব্যয়ের ওপর নির্ভরশীল। এসব বিবেচনায় দেশের বাজারে প্রায় প্রতিদিনই সোনার দামে ওঠানামা দেখা যায়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ২১ মে রাতে এক বিজ্ঞপ্তিতে সোনার নতুন দর নির্ধারণ করেছে, যা এখন কার্যকর রয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী—

* ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি: ১,৬৯,৯২১ টাকা

* ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি: ১,৬২,২০০ টাকা

* ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ভরি: ১,৩৯,০২৩ টাকা

* সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি: ১,১৪,৯৪৯ টাকা

এই দামে অতিরিক্তভাবে যুক্ত হবে সরকারের নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি। তবে গয়নার নকশা ও প্রস্তুত প্রক্রিয়ার ওপর ভিত্তি করে মজুরি কিছুটা ভিন্ন হতে পারে।

অন্যদিকে আন্তর্জাতিক বাজারে কয়েকদিনের ধারাবাহিক ঊর্ধ্বগতি শেষে সোনার দরপতন শুরু হয়েছে। রয়টার্স জানিয়েছে, সোমবার (২৬ মে) বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ০.৮ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৩,৩৩২.৪ ডলারে। ফিউচার মার্কেটেও সোনার দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩,৩৩১.৯০ ডলারে নেমে এসেছে।

বিশ্ববাজারে দরপতনের এই প্রবণতা স্থানীয় বাজারে সোনার দামে প্রভাব ফেলবে কি না, তা নির্ভর করবে ভবিষ্যৎ আমদানি ও বিনিময় হারের ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *