ঈদ যাত্রায় বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ সত্য মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ মিথ্যা নয়, আমি অভিযোগ অস্বীকার করছি না।
শনিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। সড়কের অবস্থা অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো জানিয়ে তিনি বলেন, আমার কাছে মনে হয় এবার ঈদ সবার ভালোভাবে কাটবে।
কাদের বলেন, আগে গাজীপুরের যে জায়গাটায় যানজট ছিল সেখানেও গাড়ি চলাচল করছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার সড়কের অবস্থা ভালো। স্বস্তিতেই ঘর ফেরা মানুষদের ঈদযাত্রা কাটবে।
মহাখালী ও গাবতলী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে এমন অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, অভিযোগ যখন আসছে, অভিযোগ মিথ্যা একথা বলা ঠিক না। আমরা কিছু পরিবহনকে জরিমানা করেছি। আমাদের ম্যাজিস্ট্রেড দায়িত্ব পালন করছেন। তাদের বলবো, এ বিষয়টি আরও বেশি করে নজর দেওয়ার জন্য।
এসময় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহসহ পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।