অবশেষে সয়াবিন তেলের দাম লিটারে কমলো ৮ টাকা

জাতীয়

সয়াবিন তেলের ওপর থেকে ভ্যাট কমানোর পর নতুন করে দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। সচিবালয়ে আজ রোববার তেল আমদানিকারকদের সঙ্গে বৈঠকের পর সয়াবিনের দাম নির্ধারণ করা হয়।

খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমিয়ে ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। বোতলজাত ৫ লিটার তেলের দাম ৩৫ টাকা কমে হয়েছে ৭৬০ টাকা। খোলা সয়াবিন তেলের দাম ৪ টাকা কমিয়ে ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ মার্চ) সচিবালয়ে তেল উৎপাদনকারী কোম্পানিগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানান। আগামীকাল থেকে মিলগেটে এই মূল্য কার্যকর হবে। তবে ভোক্তা পর্যায়ে কার্যকর হতে আরও পাঁচ-ছয়দিন সময় লাগতে পারে জানিয়েছেন বাণিজ্য সচিব।

তপন কান্তি ঘোষ বলেন, ‘আর পাম তেলের দাম কীভাবে নির্ধারণ করা যায় সে জন্য এই তেলের রিফাইনারি সমিতি আরেকটু সময় নিয়েছে। আগামী ২২ মার্চ বসে এই তেলে দাম নির্ধারণ করব।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *